frenxit কি ঘুমের ঔষধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন frenxit কি ঘুমের ঔষধ নাকি। তাই আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের উচিত আর্টিকেলটি শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়া। বাড়তি কথা না বলে আর্টিকেল এর মূল আলোচ্য বিষয় frenxit কি ঘুমের ঔষধ কিনা তা জেনে নেওয়া যাক।
frenxit কি ঘুমের ঔষধ
এমন অনেক ব্যক্তি রয়েছে যারা শুধুমাত্র frenxit এর উপকারিতা জানার পরে সেটি খাওয়া শুরু করে দেয়। কিন্তু আপনি যদি একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জেনে নেবেন frenxit এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এবং frenxit কি ঘুমের ঔষধ নাকি। আর যেহেতু আপনারা আর্টিকেলটিতে প্রবেশ করেছেন তাই আপনাদের জন্য যেটি সুবিধা করা হবে সেটাই আমি সাজেস্ট করব।

frenxit 0.5 এর কাজ কি। frenxit ট্যাবলেট এর কাজ কি। frenxit 10 mg কাজ কি। frenxit কিসের ওষুধ

আমাদের কাছে এমন অনেক ব্যক্তিরাই জানতে চেয়েছে যে আসলে frenxit 0.5 এর কাজ কি। তাই আপনাদের সুবিধার্থে কিন্তু এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু এই আর্টিকেলটি পড়লে আপনি সকল কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন যার ফলে অন্য কোন আর্টিকেল আপনাকে আর পড়তে হবে না।

তো এখন বিষয়টি হচ্ছে frenxit এমন একটি ঔষধ যেটা মূলত ডোপামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে ফেলে এবং উদ্বেগ ও বিষন্নতা কমিয়ে দেয়। এটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল। যার ফলে এটার কার্যকারিতা অন্যান্য ওষুধের থেকে অনেক আলাদা রকমের হয়ে থাকে যেটা এটার জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।

তো এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে কিন্তু উদ্বেগ, বিষন্নতা, মানসিক অবসাদ, অনিদ্রা ইত্যাদি সমস্যা দূর হয়ে যায়। তাই আপনার যদি এই ধরনের কোন প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ওষুধটি সেবন করলেন যথাযথ কার্যকারিতা পেয়ে যাবেন এবং যে রোগের জন্য এটি সেবন করেছেন তা নিরাময়ী হয়ে যাবে।

তবে এই ধরনের ঔষধ গুলো কখনোই একা একা সেবন করা যাবে নাকি। শুধুমাত্র এই ওষুধ নয় যেকোন ঔষধ সেবন এর পূর্বে কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণের প্রয়োজন রয়েছে। তাই আপনি যদি এই সমস্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তাহলে তিনি আপনাকে যথেষ্ট মানে কার্যকর ভাবে ওষুধ সেবন এর নির্দেশনা প্রদান করতে পারবেন।

frenxit এর উপকারিতা

frenxit এর উপকারিতা বলতে আসলে এমন কিছু বিষয় বোঝানো হচ্ছে যেটা এর কার্যকারিতা কেই অন্যভাবে উপস্থাপন করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি এই ওষুধটি সেবন করলে ওই সমস্ত উপকারিতা পাবেন যেটা হল এর কার্যকারিতা। আর উপরে যেহেতু এ সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করা হয়েছে আশা করছি আপনি এ সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পেরেছেন।

frenxit কি ঘুমের ঔষধ

আমাদের কাছে কিন্তু মানে frenxit ঔষধ সম্পর্কিত যত ধরনের প্রশ্ন উপস্থাপিত হয়েছে তার মধ্যে সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হল frenxit কি ঘুমের ঔষধ নাকি? তাই আপনারা যাতে এ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন তাই কিন্তু এই অংশ শুধুমাত্র এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই আপনারা যারা এটি জানতে চাচ্ছেন তারা অন্তত এই অংশটুকু মনোযোগ সহকারে পড়তে থাকুন।

প্রত্যেকটি ওষুধের কিন্তু শুধুমাত্র উপকারিতা দেখলেই হবে না এর পাশাপাশি অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখতে হবে। এমন অনেক ওষুধ রয়েছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া গুলোকে আমরা উপকারিতা বা কার্যকারিতা হিসেবে বিবেচনা করে থাকে। ঠিক একই ভাবে কিন্তু frenxit ঔষধের সাথে একই ঘটনা ঘটেছে।

আপনি যখন frenxit সেবন করবেন তখন এটি আপনার উদ্বেগ এবং বিষন্নতা দূর করার পাশাপাশি অতিরিক্ত ভাবে অনিদ্রাকে এমনভাবে রিপ্লেস করে দেবে যাতে এটি খাওয়ার কিছুক্ষণ পরেই আপনার ঘুম চেপে যায়। কিন্তু অনেকেই এটাকে আসলে ঘুমের ঔষধ মনে করছে যেটা কখনোই করা উচিত নয় কিংবা ঠিক নয়।

আবার অনেকে frenxit অসৎ সেবন করছে শুধুমাত্র ঘুম আসার জন্য। যেহেতু বিভিন্ন পেশার লোকজন রয়েছে যাদের মানে ঘুমের সমস্যা রয়েছে তাদের কর্মের কারণে অর্থাৎ যারা রাত জেগে থাকে দিনের বেলায় কিন্তু তাদের খুব একটা ঘুম আসে না। তো তারা এই ঘুম আনার জন্য কিন্তু এই ধরনের বিভিন্ন ওষুধ সেবন করে থাকে।

কিন্তু তারা হয়তো জানে না যে এই ঔষধ গুলো কখনোই ঘুম আসার জন্য প্রস্তুত করা হয়নি এগুলো আসলে অন্য রোগের কারণে প্রতিষেধক হিসেবে প্রস্তুত করা হয়েছিল। তাই বুঝতে পারছেন যে যাদের মনে আসলে প্রশ্ন ছিল যে frenxit কি ঘুমের ঔষধ নাকি এটা যদি এক কথায় বলা যায় তাহলে বলতে হবে যে frenxit একটি ঘুমের ঔষধ কিন্তু এটি খেলে ঘুম আসে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে।

frenxit বেশি খেলে কি হবে

যেকোনো ওষুধে কিন্তু বেশি পরিমাণে খাওয়ার স্বাস্থ্যের জন্য অত্যন্ত যোগী করে এবং ক্ষতিকর হতে পারে। ঠিক তেমনিভাবে কিন্তু আপনি যদি frenxit বেশি পরিমানে সেবন করেন তাহলে কিন্তু বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেগুলো যদি আপনি জানতে চান তাহলে যে অংশে আলোচনা করা হয়েছে তাহলে নিচের অংশটুকু মনোযোগ দিয়ে পড়তে পারেন।

frenxit খাওয়ার নিয়ম

যে কোন ঔষধের কার্যকারিতা কিন্তু মোটামুটি ভাবে নির্ভর করে এর খাওয়ার নিয়মের উপরে। আপনি যদি ভুল নিয়মে সেবন করেন তাহলে কিন্তু কখনোই ওই ওষুধের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পারবেন না। তাই আপনি যদি উপকারিতা পেতে চান এবং যে রোগ নিরাময়ের জন্য সেবন করছেন তার পরিপূর্ণভাবে নিরাময় করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের নির্দেশিত খাবার নিয়ম অনুসরণ করতে হবে।

frenxit খাওয়ার নিয়ম বয়স অনুসারে আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে সাধারণত দিনে দুইটি ট্যাবলেট খেতে পারবেন অর্থাৎ সকালে এবং রাতে। আর আপনার বয়স যদি 40 বছরের উপরে হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ ভালো হয়ে যায় আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করুন।

আর যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের কখনোই এই ধরনের ওষুধ সেবন করা যাবে না। তাই আপনার বয়স যতই হোক না কেন যদি সঠিক নির্দেশনা চান এবং কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন না হতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

frenxit এর পার্শ্বপ্রতিক্রিয়া

অন্যান্য সকল ধরনের ঔষুধের মত frenxit এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে আপনি যদি সঠিক সেবন বিধি এবং নিয়মকানুন পরিপূর্ণভাবে অনুসরণ করেন তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে পারবেন। আর এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কিন্তু প্রথমে সাধারণ অবস্থাতে থাকলে পরবর্তীতে মারাত্মক রোগ ধারণ করতে পারে। তাই কখনো এগুলোকে সাধারণভাবে নেওয়া যাবে না অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

frenxit এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছেঃ চোখে ঝাপসা দেখা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, ক্লান্তি অনুভব হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, শরীর কেঁপে ওঠে, অস্থিরতা, অবসাদ, খিচুনি ইত্যাদি। আর ঔষধ খাওয়া কালীন সময়ে যদি কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ ওষুধ সেবন করা বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।

frenxit price in bangladesh। frenxit এর দাম কত

যেহেতু এটি বাংলাদেশের একটি স্বনামধন্য ওষধ কোম্পানির ঔষধ তাই আপনি বাংলাদেশের যে কোন ফার্মেসিতে এটি পেয়ে যাবেন। তবে স্থানভেদে আলাদা আলাদা দাম হতে পারে তবে আপনি যদি সঠিক দাম জেনে রাখেন তাহলে কিন্তু অবশ্যই ঠকবেন না। তবে এমন কিছু ফার্মেসি আছে যারা ঔষধের দাম অতিরিক্ত পরিমাণে নেয়, আপনি যদি তাদেরকে ধরতে পারেন তাহলে অবশ্যই তাদের প্রতারণা বন্ধ করে দেবেন।

frenxit এর এক পিসের দাম ৫ টাকা, যেহেতু এক পাতায় দশটি ট্যাবলেট থাকে তাই এক পাতার দাম ৫০ টাকা। আর আপনি যদি এক প্যাকেট ক্রয় করতে চান তাহলে এক প্যাকেটে ১৫ পাতা থাকে তাহলে এক প্যাকেট frenxit এর দাম ৭৫০ টাকা।

শেষ কথাঃ frenxit কি ঘুমের ঔষধ

আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের বিভিন্ন নিত্য নতুন বিষয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাই আপনি যদি এ ধরনের তথ্যগুলো নিত্য নতুন ভাবে পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করে পাশেই থাকুন।

যেরকম ভাবে আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে কিন্তু আপনি জানতে পেরেছেন frenxit কি ঘুমের ঔষধ নাকি। এরকম ভাবেই যদি আপনি তথ্যগুলো জানতে চান তাহলে ওয়েবসাইট ভিজিট করবেন। আর যদি এগুলো থেকে উপকৃত হয়ে থাকেন কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে এগুলো থেকে উপকৃত হওয়া যাবে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url